ফরিদপুরে সবুজ মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় শহরতলীর বায়তুল আমান আদর্শ অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে।
সবুজ মিয়া শহরের বায়তুল আমান মহল্লার শহিদুল্লাহর বড় ছেলে। তিনি মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। রাত পৌনে ১২টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু মেডিক্যালের ২৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক মিজান রহমান জানান, রাত ১১টার দিকে সবুজকে হাসপাতালে আনার পর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া মাথা ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১১টা ৪০ মিনিটে মৃত্যু হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।