পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা থেকে শুরু করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট পড়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে মানুষ পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এলে অতিরিক্ত গাড়ির কারণে টোল প্লাজা এলাকা থেকে এ যানজটের সৃষ্টি হয়।
এতে দুপুরের দিকে মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে শ্রীনগর উপজেলার দোগাছি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজট তৈরি হয়।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ বাড়ি ফিরছে। এক্সপ্রেসওয়েতে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনও রয়েছে। ফলে টোল দিতে প্রতিটি গাড়িকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান বেলা ৩টার দিকে বলেন, আজ সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ ছিল। তবে মহাসড়কে যানবাহনের কোনো জট ছিল না। দুপুরের দিকে যানবাহনের চাপ বাড়ে। সে সময় শ্রীনগরের সমাসপুর থেকে পদ্মা সেতু উত্তর পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় যানজট ছিল।
তিনি বলেন, বেলা ৩টার দিকে আবারও চাপ কমতে শুরু করেছে। বর্তমানে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া থেকে পদ্মা উত্তর থানার আধা কিলোমিটার সড়কে এখনো যানবাহনের ধীরগতি রয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় জ্যাম নয়, সিরিয়ালের কারণে পদ্মা সেতুর উত্তর থানার সামনে বেশ কিছু যানবাহন রয়েছে। ঈদযাত্রায় গাড়ির চাপ বাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে শৃঙ্খলা রক্ষায় আমাদের সার্বিক ব্যবস্থাপনা রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।