জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামীকাল শনিবার (৯ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এ উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে আরও জানায়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান। সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোকের পাশাপাশি বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শিনজো আবে শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে।
এই ঘটনায় পুলিশ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।
শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আগামীকাল বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন আবে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply