প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২২, ৪:৩৫ এ.এম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে শুরু হওয়া যানজট ক্রমেই দীর্ঘ হচ্ছে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার (০৮ জুলাই) ভোর থেকে শুরু হওয়া যানজট ক্রমেই দীর্ঘ হচ্ছে।
শনিবার (০৯ জুলাই) সকাল পর্যন্ত সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়। যানজটের কারণে ঘরমুখো মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা বেশ বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
সকালে মহাসড়ক পরিদর্শন করে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। তারপরও যানজটে মানুষের ভোগান্তি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।