পদ্মা সেতুতে মাওয়া থেকে শরীয়তপুরগামী ‘প্রচেষ্টা পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৯ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনায় সেখানে টোল আদায় সাময়িক বন্ধ হয়ে পড়েছে। একটি টোলপ্লাজা বন্ধের কারণে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় যান চলাচলে সামান্য চাপ দেখা গেছে। এছাড়া, বাসের ধাক্কায় একটি টোল প্লাজা সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ফলে অন্য চারটি টোলপ্লাজায় টোল আদায়ে চাপ বেড়েছে।
গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।