মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় শহরের কমলাপুর চাঁদমারী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্টিত হয়। ঈদ জামাত পূর্ব বয়ানে কোরবানির তাৎপর্য ও ফযিলত সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন চকবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইমামুল হাসান। এসময় ফরিদপুর বাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:আসলাম মোল্লা, এফবিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ,পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির প্রমুখ।নামাজ শেষে দেশ জাতির উন্নতি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৯টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় তিনি আগত অতিথিদের অভিনন্দন জানান এবং কুশল বিনিময় করেন। জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: কাজী দীন মোহাম্মদ,এফবিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস,উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ সরকারী বেসকারী প্রতিষ্টানের উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক,আইনজীবি,চিকিৎসক,শিক্ষক,রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।