ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে লক্ষ্য মাত্র ১০৯ রান। এই মামুলি লক্ষ্যকে সামনে রেখে সতর্কভাবে এগিয়ে যাচ্ছে টিম টাইগার্স। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল দারুন।
বুধবার গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭৭ রান। ক্যারিবীয় বোলাররা খুব একটা চাপে ফেলতে পারছেন না বাংলাদেশি ব্যাটারদের।
উইকেট দিয়ে আসার আগে নাজমুল ৩৬ বল খেলে করেছেন ২০ রান। বাংলাদেশ প্রথম উইকেট হারাল ৪৮ রানে।
এর আগে লাল-সবুজের দলের স্পিনারদের দাপটে স্বাগতিকরা অল্পরানে গুটিয়ে যায়। মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয় ৬ উইকেটের। দ্বিতীয় ম্যাচে আগ্রাসন অব্যাহত রেখেছে অধিনায়ক তামিম ইকবালের দল। উইন্ডিজকে বেধে ফেলেছে ১০৮ রানেই। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে সফরকারীদের প্রয়োজন ১০৯ রান।
Leave a Reply