জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।
মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: সন্তানদের কাজের বিষয়ে শুভ খবর পেতে পারেন। আজ সারা দিন খুব আলস্যে কাটবে। বিদ্যার্থীদের ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।
বৃষ: কর্মরত মহিলাদের কাজে বাধা। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।
মিথুন: পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধির জোরে সুনাম অর্জন। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।
কর্কট: আজ শরীরে কোথাও আঘাত লাগার যোগ রয়েছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। আজ উপার্জনের ভাগ্য ভাল থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে।
সিংহ: ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পেট ব্যথার সমস্যা থাকবে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
কন্যা: সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন।
তুলা: চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে।
বৃশ্চিক: গান-বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূর এগোনোর সময়। সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। বিপদে আত্মরক্ষা করতে হবে। শারীরিক দুর্বলতার যোগ।
ধনু: শারীরিক যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান। পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। জ্বরজ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে।
মকর: স্ত্রীর কারণে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। কারও উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা। বাড়িতে আত্মীয় আসায় খরচ বৃদ্ধি। প্রেমে জটিলতার সৃষ্টি হতে পারে।
কুম্ভ: মহাজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ হতে পারে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে।
মীন: আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভাল নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।