1. admin@thedailypadma.com : admin :
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই হুট করে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক।

নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

তামিম জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। গত অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার আগেই তরুণদের সুযোগ দেওয়ার কথা বলে নিজেকে সরিয়ে নেন তামিম। তারপরও টি-টোয়েন্টিতে তামিমের ফেরা নিয়ে প্রায়ই আলোচনা হচ্ছিল। এ কারণে গত ২৭ জানুয়ারি বিপিএল চলাকালীন হুট করেই চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছায় বিরতিতে যান তামিম। চলতি মাসের ২৭ তারিখে ৬ মাসের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ওয়ানডে অধিনায়ক কুড়িওভার থেকে নিজেকে গুটিয়ে নিলেন!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ চলাকালেও তামিম রহস্যজনক একটি পোস্ট করেছিলেন। অবশ্য পোস্টটি খুব বেশিক্ষণ রাখেননি। ৪ জুলাই সকালে মাত্র দুই শব্দে তামিম লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি।’ এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুই রকমই হয়- স্বাগত জানানো কিংবা বিদায় জানানো।

গত ৫ জুন তামিমের টি-টোয়েন্টিতে ফেরার প্রশ্নে উঠলে বিরক্ত কণ্ঠে তামিম জানান, ‘টি-টোয়েন্টি নিয়ে আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক। এতদিন ধরে ক্রিকেট খেলি, এতটুকু ডিজার্ভ করি, কী চিন্তা করি না করি আমার মুখ থেকে শোনা। হয় আপনারা একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় আমার এখানে বলার নেই আর।’

তামিমের এই বক্তব্য বোর্ড ভালো ভাবে নেইনি। বোর্ড প্রধান থেকে শুরু করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও ক্ষোভ প্রকাশ করেছিলেন। বোর্ড প্রধানতো তামিমকে মিথ্যাবাদীই বলে ফেলেন, ‘ওর (তামিম) সঙ্গে যোগাযোগ করা হয়নি (টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে) দাবিটি পুরোপুরি মিথ্যা। আমি তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম। অন্তত চারবার টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ করেছি।’

তবে এই ঘটনার পর খুব বেশি সময় নিলেন না তামিম। নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার ঘোষণা দিয়ে দিলেন। যদিও স্বেচ্ছায় ৬ মাসের ছুটিতে যাওয়ার আগে তামিম বলেছিলেন, দলের প্রয়োজন হলে তিনি ফিরবেন, ‘৬ মাস পর আমাকে আর দরকার পড়বে না। এটাই দোয়া করি, আমাদের দল অসম্ভব ভালো খেলুক। এ রকম যদি কোনও পরিস্থিতি আসে, বড় ইভেন্টের আগে টিম ম্যানেজমেন্ট-বোর্ড বা আমি যদি মনে করি দলে আমাকে দরকার আছে, তবে নিঃসন্দেহে বিবেচনা করবো।’

এই জায়গাতে কথা রাখেননি দেশসেরা এই ওপেনার। তামিমের অবর্তমানে সুযোগ পাওয়া ওপেনাররা কেউই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি। ফলে বার বার তামিমের কাছেই ছুটে যেতে হয়েছে! শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনে তামিম স্পষ্ট করেই বলে দিয়েছেন, ‘আর নয়, অনেক হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews