প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ৫:৪৫ পি.এম
প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে একশ ৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার
প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে একশ ৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
রবিবার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে।
তিনি আরো জানান, প্রতিলিটার খোলা সয়াবিন তেল একশ ৬৬ টাকা, প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল একশ ৮৫ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নয়শ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ছয় টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম একশ ৫৪ টাকা। সেটির নতুন দাম একশ ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন যদি অব্যাহত থাকে তবে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবেন বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।