নির্দেশনায় বলা হয়, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখতে হবে। অনুষ্ঠানে জাতির পিতার ছবি ছাড়া ব্যানার ও পোস্টারে অন্যকোনো ছবি ব্যবহার করা যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (২৭ জুলাই) এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখতে হবে। অনুষ্ঠানে জাতির পিতার ছবি ছাড়া ব্যানার ও পোস্টারে অন্যকোনো ছবি ব্যবহার করা যাবে না।
জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচারের ব্যবস্থা করবেন।
যাদের এলইডি বোর্ড রয়েছে তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন। সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভির্য অক্ষুণ্ন রেখে ব্যানার স্থাপন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও আওতাধীন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা মাসব্যাপী কলো ব্যাজ ধারণ করবেন।
সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবসে দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিলের আয়োজন করবে।
দেশের সকল শিক্ষাবোর্ড বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, বই এবং জাতির পিতার ওপর রচিত বই আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করতে হবে।
Leave a Reply