
মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার (২৮ জুলাই) জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুসারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম করা হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা।
এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) স্বর্ণের দাম বাড়ায়, যা বুধবার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়। ওইদিন ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।
Leave a Reply