বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে, একইসাথে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯০৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৫ হাজার ৭৮৯ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। ফলে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ছাড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিলো জাপান। এ সময়ে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৫৫ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮৬ জন আর করোনা পজিটিভ হয়েছেন ৯৯ হাজার ৬১ জন।
প্রাণহানির তালিকায় এর পরই রয়েছে ইতালি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো
গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন, আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৮৮ জন। এসময়ে ব্রাজিলে মারা গেছেন ২২৮ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮১৬ জন।
একই সময়ে অস্ট্রেলিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৪৫ জন। এদিকে মেক্সিকোতে মারা গেছেন ১১৩ জন, আক্রান্ত ২৪ হাজার ৮৯৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।