১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস আর মুনিম শাহরিয়ার। আজ লিটন ছিলেন বেশ আগ্রাসী। আর মুনিম শুরু থেকেই নড়বড়ে। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করা মুনিম আজ আউট হন ৭ রানে। দলীয় ৩৭ রান রিচার্ড এনগারাভার স্লোয়ারে আড়াআড়ি শট খেলতে গিয়ে পুরো মিস করে বোল্ড হয়ে যান। লিটন দাসের সঙ্গী হন এনামুল হক বিজয়। ৩০ বলে লিটন তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি তুলে নেন।
যখন মনে হচ্ছিল লিটন ম্যাচ শেষ করে ফিরবেন, তখনই সিন উইলিয়ামসনের বলে এলবিডাব্লিউ হয়ে যান। এভাবে আউট হয়ে লিটন নিজেই একটু সময় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। ৩৩ বলে ৬ চার ২ ছক্কায় ৫৬ রানে শেষ হয় তার ইনিংস। তখন দলের স্কোর ৭৮। এরপর এনামুল হক বিজয়ও ফিরেন মাত্র ১৬ রান করে। সিকান্দার রাজার বলেধরা পড়েন মাসাকাদজার হাতে। দ্রুত দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। উইকেটে আফিফ হোসেনের (০*) সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৩৫ রান তোলে। ইনিংসের প্রথম বলেই রেজিস চাকাভাকে (০) অধিনায়ক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করেন পার্টটাইমার মোসাদ্দেক হোসেন সৈকত! একই ওভারের শেষ বলে ফেরান ওয়েসলি মাধভেরেকে (৪)। ফিরতি ওভারে তার তৃতীয় শিকার হন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন (১)। ৬ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। মোসাদ্দেকের ধ্বংসযজ্ঞ তখনো শেষ হয়নি। ইনিংসের ৫ম ওভারে এসে তিনি কট অ্যান্ড বোল্ড করেন সিন উইলিয়ামসকে (১)। এরপর মিল্টন সিমবাকে (৩) ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নেন মোসাদ্দেক।
৩১ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন আগের ম্যাচের নায়ক সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। ৬ষ্ঠ উইকেটে এই দুজন গড়েন ৬৫ বলে ৮০ রানের দারুণ জুটি। ৪৪ বলে ক্যারিয়ারের পঞ্চম এবং টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সিকান্দার রাজা। এই জুটির অবসান ঘটে হাসান মাহমুদের বলে ৩২ রান করা রায়ান বার্ল বোল্ড হলে। এরপ ৫৩ বলে ৪ চার ২ ছক্কায় ৬২ রান করা রাজাকে ফেরান মুস্তাফিজুর রহমান। আজ মোসাদ্দেকের বোলিং ফিগার- ৪ ওভার, ২০ রান ৫ উইকেট। ১টি করে নিয়েছেন মুস্তাফিজ আর হাসান মাহমুদ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।