প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২২, ৫:৩৮ পি.এম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ান পতাকাবাহী একটি জাহাজ এসেছে মোংলা বন্দরে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ নামে একটি জাহাজ এসেছে মোংলা বন্দরে।
সোমবার (০১ আগস্ট) বিকেল ৪টায় পণ্যবাহী জাহাজটি বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙর করে।
এর আগে গত ২৮ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি রাশিয়ার তামারুক বন্দর ত্যাগ করে। জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন।
জাহাজটিতে ‘রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে। খালাস শেষে এসব পণ্য রংপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মুসা বলেন, রাশিয়া ইউক্রেন-যুদ্ধের জন্য কিছু দিন বন্দরে রাশিয়ান জাহাজ আসেনি। তবে বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক ভালো। এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলে আশা করি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৭০০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ ‘এমভি পেসকোয়ালিস’ মোংলা বন্দরে ভিড়েছিল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যুদ্ধ এখনো চলমান রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।