প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২২, ৫:৪৬ পি.এম
পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে চীনের মহড়া
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যে দ্বীপটির কাছে মহড়া চালিয়েছে চীন।
বুধবার (০৩ আগস্ট) এ মহড়া অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিজিটিএন।
খবরে বলা হয়, পেলোসির প্রহসনের সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের কাছে সাগরে ও আকাশ পথে এ মহড়া পরিচালিত হয়।
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এলাকার সাগর ও আকাশে হওয়া এ মহড়ায় নৌবাহিনী, এয়ারফোর্স, রকেট ফোর্স, স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ও জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্স অংশ নেয়।
শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত তাইওয়ানের চারপাশে ছয়টি জায়গায় লাইভ ফায়ার মিলিটারি ড্রিল করবে পিএলএ।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজে করে তাইপে পৌঁছান ন্যান্সি পেলোসি। তিনি ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তাকে সেখানে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বরণ করে নেন। এরপরই ক্ষিপ্ত হয়ে উঠে চীন। ঘোষণা দেয় সামরিক মহড়া আয়োজনের। এ হুমকি-ধামকির মধ্যে বুধবার বিকেলে সফর শেষ করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে তাইওয়ান ছাড়েন পেলোসি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।