বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল আটটায় শহরের অম্বিকা ময়দানে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প মাল্য আর্পণ করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
পরে সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগ শিশু কিশোরদের বঙ্গবন্ধু, শেখ কামাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে শিল্পীদের রং তুলির ছবি প্রদর্শন করা হয়।
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগ এর সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, নারী নেত্রী ঝর্না হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সকালে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও তার পরিবারের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচির শুরু হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।