জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাট এলাকা থেকে গোখরা সাপের অর্ধশতাধিক বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সাপের ওই বাচ্চাগুলো উদ্ধার করে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।
জানা যায়, জেলা শহরের টেপাখোলা এলাকায় চাঁদপুর থেকে আসা এক যুবক সাপের বাচ্চাগুলো নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছিল। বিষয়টি ভালো মনে হয়নি। এ কারণে বন বিভাগকে ফোন দিয়ে অভিযোগ করা হয়। পরে বনবিভাগের লোক এসে সাপগুলো নিয়ে যায়।
ফরিদপুর বন বিভাগের ফরেস্টার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি। বাচ্চাগুলো গোখরা সাপের। আমরা বিষয়টি বন্যপ্রাণী বিভাগকে জানিয়েছি। আগামীকাল (বুধবার) বন্যপ্রাণীর লোক এসে নিয়ে যাবে। বর্তমানে সাপের ছানাগুলো আমাদের হেফাজতে রয়েছে।
তিনি জানান, যে যুবকের কাছ থেকে সাপের ছানাগুলো উদ্ধার করা হয়েছে, সে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পরিবার সাপুরিয়া পেশার সাথে যুক্ত
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।