বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিমের দাম নিয়ে আজই একটি মিটিং হবে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানি করা হবে। আমরা দেখি, যদি এমনটাই হয় যে সত্যি ডিম আমদানি করলে এটা কমবে, তাহলে আমরা ডিম আমদানির প্রক্রিয়ায় যাবো।
বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘কেন ডিমের দাম এমন হলো তা মিটিংয়ে আলোচনা হবে। তৃণমূলে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা সেগুলো দেখছি। বিভিন্ন সময় এমন অসুবিধা হয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমেছে, বেড়েছে ডলারের দাম। এ দুটিকে বিবেচনায় নিয়ে একটি দাম নির্ধারণ করতে হবে। খুব শিগগির তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে।’
Leave a Reply