শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে পিরামিড আর নীলনদের দেশ মিশর।
স্থানীয় সময় গত ১৫ আগস্ট দেশটির মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিরা নানা কারণে মিশরে আসেন। কিন্তু এখন থেকে শর্তসাপেক্ষে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন; এতদিন যা বাংলাদেশ থেকেই সংগ্রহ করতে হতো।
যেসব বাংলাদেশি ইতোমধ্যে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, সেসব বাংলাদেশি মিশরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন।
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।