প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২২, ৪:৪৫ পি.এম
বিকাল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে
জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্যও নতুন সময় বেঁধে দিয়েছে সরকার।
নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। আর বিকাল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে। বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সোমবার (২২ আগস্ট) সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বলা হয়েছে, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৫ ঘটিকার মধ্যে সব কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপ শাখা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।