বিদ্যুৎ সাশ্রয়ে কোন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে, তা ঠিক করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১০টায় রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ করে দিতে হবে। রাত ১১টার পর সিনেমা হলসহ সব ধরনের বিনোদনমূলক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
সোমবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসসিসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টায়। খাবার সরবরাহ কাজের শেষ সময় রাত ১১টা। চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত। সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।
এ ছাড়া রাত ৮টার মধ্যে সব দোকান পাট, শপিংমল, মার্কেট ও বিপণি বিতান বন্ধ করা এবং কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশনা সরকারের রয়েছে, তাও মেনে চলতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।