রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকার ৭১ হোটেলের পেছনে হা-মীম ইলেকট্রনিকসের একটি টেলিভিশনের শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ১০০ কর্মীর চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক।
তিনি বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এর আগে, বুধবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ব্যাপারে শোরুমের কর্মচারীরা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে তারা গোডাউন বন্ধ করার পরপরই এই আগুনের ঘটনা ঘটে।
ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক বলেন, এখনো কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।