ভোজ্য তেল সয়াবিনের দাম আবার বেড়েছে। এক লিটারের বোতলজাত সয়াবিন সাত টাকা বেড়ে ১৮৫ থেকে ১৯২ টাকা হয়েছে। তবে খোলাবাজারে কোথাও কোথাও সয়াবিন তেল আরো বেশি দামে বিক্রি হচ্ছে।
গতকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।
সয়াবিনের এই মূল্যবৃদ্ধির বেলায় পুরনো সেই কৌশলের পুনরাবৃত্তি ঘটেছে। তা হলো দাম বাড়ানোরপ্রস্তাব দিয়ে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা।
গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এক বা দুই লিটারের বোতলজাত সয়াবিন পাওয়া যায়নি। কয়েকটি দোকানে এক লিটার তেল ২০০ টাকায় বিক্রি হয়েছে। তীর ব্র্যান্ডের আধা লিটারের তেল বিক্রি করেছে ৯৫ টাকায়।
এ ব্যাপারে বসুন্ধরা আবাসিক এলাকার ঢালি কাঁচাবাজারের নিউ লাকি স্টোরের বিক্রয়কর্মী জামাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ডিলার দু-এক দিন পর পর দাম বাড়ায়। এতে দাম বাড়তি।
বোতলের গায়ে মূল্য ১৮৫ টাকা থাকলেও ২০০ টাকায় বিক্রি করার কারণ জানতে চাইলে জামাল বলেন, ‘বেশি দামে কেনা, তাই বেশি দামে বিক্রি করছি। ’
মিল মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল গ্রাহক পর্যায়ে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এর আগে ১৬৬ টাকা নির্ধারিত ছিল। অর্থাৎ খোলা সয়াবিনের দাম লিটারে বাড়ছে ৯ টাকা।
সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল বিক্রি হবে ৯৪৫ টাকায়। সে ক্ষেত্রে লিটারপ্রতি দাম পড়বে ১৮৯ টাকা।
নতুন সিদ্ধান্তে সয়াবিনের দাম বাড়লেও লিটারে সাত টাকা কমেছে পাম তেলের দাম। প্রতি লিটার পাম তেল এখন বিক্রি হবে ১৪৫ টাকায়, যা আগে ১৫২ টাকা নির্ধারিত ছিল।
অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বুধবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন থেকে বলা হয় বিশ্ববাজারে গত দুই-তিন মাস ধরে সব ধরনের ভোগ্য পণ্যের দাম কমছে। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল হলেই ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করে সমন্বয় করা যেতে পারে।
এর আগে গেল ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া এক চিঠিতে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ এবং পাঁচ লিটারের বোতল ৯১০ থেকে ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়।
মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক তসলিম শাহরিয়ার কালের কণ্ঠকে বলেন, গতকাল থেকেই কার্যকরের ঘোষণা দেওয়া হলেও নতুন দাম কার্যকর হতে আর দু-এক দিন সময় লাগবে। এরই মধ্যে নতুন লেবেলের পণ্য বাজারে সরবরাহ করা হবে। কোনো দোকানে ২০০ টাকা লিটার দাম চাওয়ার কথা বলা হলে তিনি জানান, এগুলো বিছিন্ন ঘটনা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।