কিশোরগঞ্জের ভৈরবে নিজেরা বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে।
মৃতরা হলেন দেব কুমার (১৪), মিলন লাল (৩৫) ও মোবারক (২৪)। তাদের মধ্যে দেব ও মিলন চাচাত ভাই। এছাড়া আহতরা হলেন আবদুল্লাহ, সকাল ও সানি। নিহতদের মধ্যে দেব কুমার ও মিলন লাল হরিজন কলোনির এবং মোবারক ভৈরবপুর এলাকার বাসিন্দা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।