প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২২, ৫:৩৫ পি.এম
রাশিয়ার ‘জ্বালানি যুদ্ধের’ বিরুদ্ধে নিজেদের কর্ম পরিকল্পনা ঠিক করতে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন
রাশিয়ার ‘জ্বালানি যুদ্ধের’ বিরুদ্ধে নিজেদের কর্ম পরিকল্পনা ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা। শুক্রবার এমন ঘোষণা দিয়েছে চেক রিপাবলিকের সরকার। খবর সিএনএনের।
চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা টুইটে লিখেছেন, চেক রিপাবলিকের প্রেসিডেন্সি জ্বালানি মন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক আয়োজন করবে। জ্বালানি পরিস্থিতি মোকাবেলা করতে জরুরি ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন জ্বালানী মন্ত্রীরা।
টুইটে চেক রিপাবলিকের বাণিজ্য মন্ত্রী জোজেফ সিকেলা লিখেছেন, আমরা রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধে আছি এবং এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের ক্ষতি করছে।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের জ্বালানির ব্যবহার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। তাছাড়া রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
এসব নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে জার্মানিসহ কিছু দেশে গ্যাস সরবরাহ অনেকটাই কমিয়ে দেয় রাশিয়া। এরফলে এখন আসন্ন শীত কাল নিয়ে চিন্তায় পড়েছে ইউরোপের দেশগুলো। কিভাবে এই সঙ্কট মোকাবেলা করা হবে সে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।