প্রথমবার এশিয়া কাপের মতো বড় মঞ্চে আম্পায়ারিং করতে যাচ্ছেন দুই বাংলাদেশী আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী আশরাফুল আফসার সোহেল। আগামী ২৮ আগস্ট ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মুকুল। একই ম্যাচে সোহেল থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ১৭ ওয়ানডে ও ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। জীবনে প্রথমবার এশিয়া কাপে এই দায়িত্ব সামলাবেন। তাও আবার বড় মঞ্চে অভিষেক হচ্ছে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ দিয়ে। তাই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে মুকুলকে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হ্যাঁ, এটা আমার প্রথম এশিয়া কাপ। এই প্রথম আমরা দুজন এশিয়া কাপে আম্পায়ারিং করছি। ভারত-পাকিস্তান ম্যাচের মতো একটা বড় ম্যাচে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুবই রোমাঞ্চিত। তবে আমার কাছে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। আমি যদি পারফর্ম করতে পারি, সেটা আমার ও বাংলাদেশের আম্পায়ারদের জন্য বিশাল একটা অর্জন হবে। আশা করি আমরা আরও বেশি বেশি ম্যাচ পাব।
বাংলাদেশী এই আম্পায়ার আরও বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমি। আমি জানি আমরা যদি এই চ্যালেঞ্জকে ভালোভাবে পার করতে পারি তাহলে আমাদের দেশের আম্পায়ারদের জন্য একটা পথ সৃষ্টি হবে। আমরা আরো বড় বড় ম্যাচ আম্পায়ারিং করার সুযোগ পাবো।’
Leave a Reply