চলতি বছরের ২৩ আগস্ট দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এরইমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিগ বি জানান, গতকাল রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে একা থাকার সমাপ্তি। যদিও আরও সাতদিন বাধ্যতামূলক নিভৃতবাস। আমি এই ৯ দিন পুরোপুরি আলাদা ছিলাম। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি ধন্য। সকলকে প্রণাম ও ভালবাসা জানাই।
এর আগে প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে বসেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।
বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪ নম্বর সিজনের সঞ্চালনা করছেন অমিতাভ। এদিকে চলতি মাসেই মুক্তি পাবে এই অভিনেতার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন আলিয়া ও রণবীর। বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আরও রয়েছেন নাগার্জুন, মৌনী রায় ও ডিম্পল কাপাড়িয়াসহ অনেকে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।