মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। সেইসাথে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রোববার 'সুপার ফোরে' ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।
এবার এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ছিল ভারত, পাকিস্তান ও হংকং। দুই দলকে হারিয়ে আগেই ‘সুপার ফোর’-এ পৌঁছে গিয়েছে ভারত (শীর্ষস্থান থাকায় ‘এ ১’ তকমা পেয়েছে)। হংকংকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এবার এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ পৌঁছে গেল পাকিস্তান (‘এ ২’)। সূচি অনুযায়ী, আগামী রোববার ‘সুপার ফোর’-র লড়াইয়ে ‘এ ১’ এবং ‘এ ২’ মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ আট দিনের ব্যবধানে আবারো ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে।
অবশ্য, এই দুই দল ফাইনালেও মুখোমুখি হতে পারে।
সুপার ফোরের সূচি
৩ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান : শারজা (বি ১ বনাম বি ২)
৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান : দুবাই (এ ১ বনাম এ ২)
৬ সেপ্টেম্বর : ভারত বনাম শ্রীলঙ্কা : দুবাই (এ ১ বনাম বি ১)
৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম আফগানিস্তান : শারজা (এ ২ বনাম বি ২)
৮ সেপ্টেম্বর : ভারত বনাম আফগানিস্তান : দুবাই (এ ১ বনাম বি ২)
৯ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম পাকিস্তান : দুবাই (বি ১ বনাম এ ২)
১১ সেপ্টেম্বর : ফাইনাল : দুবাই
সূত্র : হিন্দুস্তান টাইমস
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।