1. admin@thedailypadma.com : admin :
বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে সম্প্রতি আরওকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে সম্প্রতি আরওকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে সম্প্রতি বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা দিলো ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। সিএফএল লাইটের পরিবর্তে ব্যাংকগুলোতে অধিকতর জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের কথাও বলা হয়েছে নতুন এ নির্দেশনায়।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় বলা হয়েছে, সিঁড়ি, করিডোর, ওয়েটিং রুমে ‘মোশন সেন্সর’ নির্ভর লাইটিংয়ের ব্যবহার করতে হবে। এতে বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা যাবে। কাজের ধরন বিবেচনায় প্রযোজ্য লাইটং লোড নির্বাচন করতে হবে এবং দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সেট টেমপারেচার ২৫ সেন্টিগ্রেড বা এর ওপরে রাখতে হবে। তাপপ্রবাহ রোধে জানালায় পর্দা ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতি বছর কমপক্ষে একবার সার্ভিসিং করা, পাইপলাইন বা ডাকের তাপ নিরোধক ইনসুলেশন ব্যবস্থা বছরে একবার এবং লিকেজ প্রতিমাসে একবার পরীক্ষা করা। অকেজো শীতাতপ যন্ত্রের বিপরীতে নতুন যন্ত্র কেনার সময় ইইআর/সিওপি সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কেনা যেতে পারে। আবার জ্বালানি দক্ষ ইনভার্টার টেকনোলজি সম্বলিত রেফ্রিজারেটর ব্যবহার করার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী বিভিন্ন কার্যক্রম গ্রহণের পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ চাহিদার সম্পূর্ণ বা আংশিক (বিএনবিসি) অনুযায়ী চাহিদার ন্যূনতম ৩ শতাংশ সরবরাহের জন্য অফিসের রুফটপে অথবা অফিস প্রাঙ্গণের ফাঁকা জায়গায় নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে স্রেডা প্রণীত নেট মিটারিং গাইডলাইন অনুসরণ করতে হবে। একই সঙ্গে বিদ্যৎ ও জ্বালানির ব্যবহারে সবসময় তদারকির পারমর্শ দেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ব্যাংকের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews