প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ৪:১৫ এ.এম
পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করলো শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।
ফাইনালের আগেই সুপার ফোরের সিডিউল অনুসারে দেখা হয়ে যায় পাকিস্তান-শ্রীলংকার। গুরুত্বহীন এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাস চাঙ্গা করে লংকানরা।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। আগে ব্যাট করতে নেমে এক উইকেটে ৬৩ রান করা পাকিস্তান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
ইনিংসের শেষ দিকে পাকিস্তান ৫৮ রান তুলতেই হারায় ৯ উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে পুরো ২০ ওভার খেলতে পারেনি এশিয়া কাপের গত দুই আসরের শিরোপাজয়ী দলটি।
একের পর এক উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় পাকিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় লাভ করে শ্রীলংকা। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার আগে ৪৮ বলে ৫টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন নিশাঙ্কা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।