কফিনবন্দী হয়ে নিজের প্রিয় বালমোরাল ক্যাসেল ছাড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্য দিয়ে রানির চিরবিদায়ের যাত্রা শুরু হলো, যা আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হবে।
স্কটল্যান্ডের স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে বালামোরাল থেকে স্কটিশ রাজধানী এডিনবার্গের উদ্দেশ্যে ছয় ঘণ্টার যাত্রা শুরু করেছে রানির কফিনবাহী গাড়ীবহর। এসময় শেষ বারের মতো রানিকে শ্রদ্ধা জানাতে সড়কে সড়কে মানুষের বিশাল সমাবেশ দেখা গেছে। সড়কের দুই পাশে হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
রানির কফিনবাহী গাড়ি বহরটি ২৮০ কিলোমিটার যাত্রা শেষে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে হলিরুডহাউসের রাজকীয় প্রাসাদে নিয়ে যাওয়া হবে। সোমবার তাকে প্রাসাদ থেকে নিকটবর্তী সেন্ট জাইলস ক্যাথেড্রালে পৌঁছে দেওয়া হবে, মঙ্গলবার বিমানে করে লন্ডনে উড়ে যাওয়ার আগে সেখানেই রাখা হবে রানির কফিন।
আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। পরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবের সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে।
রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। এর পর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে।
সূত্র: বিবিসি
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।