চলতি মাসে পাল্টা আক্রমণ করে রাশিয়ার কাছ থেকে ৬ হাজার বর্গ কিলোমিটার (২,৩২০ মাইল) অঞ্চল ইউক্রেন পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (১২ সেপ্টেম্বর) দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে, আমাদের সৈন্যরা ইতিমধ্যে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে এবং আমরা আরও গিয়ে যাচ্ছি।
তিনি বলেন, সোমবার ইউক্রেনের সৈন্যরা আরও কিছু জায়গা মুক্ত করেছে। এবং তারা রাশিয়ান অনেক সৈন্যকে বন্দী করে রাশিয়াকে পিছু হঠতে বাধ্য করে।
উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, সামনের কিছু এলাকায়, আমাদের সৈন্যরা রাশিয়ান ফেডারেশনের সাথে রাজ্যের সীমান্তে পৌঁছেছে,। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের একজন মুখপাত্র বলেন, রাশিয়ান সেনারা তাদের পরিস্থিতির হতাশা বুঝতে পেরেছে তাই তারা ব্যাপকভাবে আত্মসমর্পণ করছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেন, যুদ্ধে বন্দী হওয়া ইউক্রেনীয় সৈন্যদের বিনিময়ে ফেরত দেয়া হবে রাশিয়ান বন্দীদের। কিন্তু কত সংখ্যক রাশিয়ান বন্দী আছে তা উল্লেখ করেন নি তিনি।
তবে সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেছেন, আটক সেনাদের মধ্যে "উল্লেখযোগ্য" সংখ্যক রাশিয়ান অফিসার রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।