যুক্তরাষ্ট্র যদি মার্কিন-নির্মিত হিমার্স রকেট সিস্টেমের জন্য ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তাহলে তারা ‘রেড লাইন’ অতিক্রম করবে। এছাড়া যুক্তরাষ্ট্রও এই সংঘাতে জড়িয়ে গেছে মনে করা বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়ে বলেন, রাশিয়ার ‘নিজ ভূখণ্ড রক্ষা করার অধিকার আছে।’
রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স রকেট সিস্টেম প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।
এর আগেও ইউক্রেনকে এই রকেট ব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও বেশ কয়েকটি হিমার্স রকেট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে।
তবে এবার হিমার্স রকেট সিস্টেমের জন্য ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিল রাশিয়া।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।