প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২২, ৫:৫৯ পি.এম
সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরারের অবসরের ঘোষণা
সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার অবসরের ঘোষণা দিয়েছেন। ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার ৪১ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন। চলতি মাসের শেষ দিকে লন্ডনে হবে লেভার কাপ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই টুর্নামেন্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায়ের ঘোষণা দেন ৪১ বছর বয়সী ফেদেরার।
ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ফেদেরার। বার্তায় তিনি বলেন, ‘আপনাদের অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বীতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি ২৪ বছর ধরে। স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বীতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনোই সময়, সেটিও মেনে নিতে হবে আমার।’
‘সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়’, যোগ করেন ফেদেরার।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।