প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২২, ৫:৪১ পি.এম
১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে: সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস
১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস। তিনি বলেন, এবারের শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।
কসোভো ইস্যুতে সার্বিয়ার জাতীয় সংসদের দুই দিনব্যাপী বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে আলেকজান্ডার ভুসিস এসব কথা বলেন। তিনি তার বক্তৃতায় কসোভো প্রসঙ্গে বলেন, তার সরকার কোনমতেই সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভোকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেবে না বরং নিজের অবস্থান ধরে রাখবে এবং পশ্চিমা চাপ মোকাবেলা করবে।
ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো সম্প্রতি রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের অর্থনীতি সম্পূর্ণভাবে ছবির হয়ে পড়বে বলে যে বক্তব্য দিয়েছেন তার উদ্ধৃতি দিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর কথায় যথেষ্ট বাস্বতা রয়েছে।
তিনি বলেছেন যে, সমগ্র ইউরোপের অর্থনীতির জন্য ধ্বস নামবে এবং যদি ধ্বস নামে তাহলে তা ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।
সার্বিয়া যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয় তবে এর তেল সরবরাহ ব্যবস্থা যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভেতর দিয়ে চালু সে কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সার্বিয়াও সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, আগামী ছয় মাস ইউরোপের জন্য অত্যন্ত কঠিন সময় হবে। এর আগে তিনি বলেছিলেন ইউরোপ এবার কঠিন একটি শীতকাল মোকাবেলা করতে যাচ্ছে এবং পরের শীত হবে মেরু অঞ্চলের মতো।
এদিকে, এবারের শীতের জন্য জ্বালানি আমদানি করতে তিন বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে সার্বিয়া। দেশটির পরিকল্পনা রয়েছে শীতকে মাথায় রেখে ওই অর্থে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করা। সেরকম প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী।
সূত্র : পার্সটুডে, আরটি ও রয়টার্স।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।