প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২২, ৪:২৭ এ.এম
এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হচ্ছে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে
বাংলাদেশের মধ্যে মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লে এর আগে রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়। কিন্তু এর পরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে। এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হচ্ছে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে।
সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে ডেকে পাঠানো হবে বলে শনিবার নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম তাকে তলব করবেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে শুক্রবার রাতে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন।
এর আগে বাংলাদেশের মধ্যে মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লে রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়। কিন্তু এর পরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্যে রয়েছেন। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ডেস্কের নিয়মিত মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুলও দেশে নেই। এ জন্য শনিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা সম্ভব হয়নি। তাই রবিবার বেলা ১১টায় তাকে ডাকা হবে।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক ডেস্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও মহাপরিচালক দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা উপস্থিত থাকবেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।