ফরিদপুর জেলা যুব লীগের সদস্য আলী আজগড় মানিকের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুব লীগের সদস্য আলী আজগড় ফরিদপুর জেলা যুব লীগের উদ্যোগে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার প্রমুখ।
মানববন্ধনটি পরিচালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল হোসেন প্লাবন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ১৮ই সেপ্টেম্বরে একজন ছাত্রলীগ কর্মীকে কে বা কারা কুপিয়েছে তা কেউ বলতে পারে না। কিন্তু ষড়যন্ত্র করে আলী আজগড় মানিকসহ ১১ জন যুবলীগ কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঘটনার সময় আলী আজগড় মানিক ঢাকায় অবস্থান করছিল বলে জানায় বক্তারা।
এই কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে এবং নির্দোষ যুবলীগ কর্মীদের নাম মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানান।
বক্তারা বলেন, হাইব্রিড আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের অনুপ্রবেশ করে দলকে অস্থিতিশীল করে তুলবার চেষ্টা করছে। এদের থেকে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা অবিলম্বে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার মামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।