ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছে বাংলাদেশ। রাকিবের করা গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নমপেনের মরোডোক টেকো জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে ১৩ মিনিটের মাথায় প্রথম গোল মিস করে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি বলে গোল উদযাপন করা হয়নি।
এরপর ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান রাকিব হোসেন। মতিন মিয়ার পাস ধরে ডি বক্সের মাথা থেকে ডান পায়ের শটে এই গোল করেন তিনি।
প্রথমার্ধে দুই দল সমান তালে খেললেও আক্রমণে এগিয়ে ছিল কম্বোডিয়া। জামালদের পায়ে বল ছিল ৬১ শতাংশ সময়।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটের মাথায় আবারও গোলের আবাস মিললেও গোলবারে লেগে তা ফিরে আসে। শেষ পর্যন্ত বাংলাদেশ আর কোনও গোল দিতে না পারলেও গোলপোস্ট নিশ্ছিদ্র রেখেছিল।
স্প্যানিশ কোচ কাবায়েরোর অধীনে এটি বাংলাদেশের প্রথম জয়।
আগামী মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কম্বোডিয়া থেকে সরাসরি নেপালে যাবে তারা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।