দেশে দুই মাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৭১৮ জন। রবিবার (২৫ সেপ্টেম্বর) দেশে করোনায় কোনও মৃত্যু ছিল না, তবে শনাক্ত হয়েছেন ৫৭২ জন। এর আগে গত ২১ জুলাই একদিনে ৬ জনের মৃত্যু হয়েছিল।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৬২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২৮৮টি। এ পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।