হারিকেন ইয়ানের আঘাতের পর পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর আমেরিকার দেশ কিউবা। মঙ্গলবার দেশটির সরকারের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে কিউবা উপকূলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের ফলে সারা দেশের এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
বর্তমানে হারিকেনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার রাতে এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আচড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।