আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার ভোরে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিল।
কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তিনি বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষা চলছিল।
হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের এক সূত্রে জানা গেছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।
তালেবানের আরেক সূত্রে জানা গেছে, ৩৩ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারীরাও রয়েছেন বলে জানান তিনি।
২০২০ সালের বোমা হামলায় পশ্চিম কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে ২৪ জন নিহত হন।
২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর গতবছর আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। টানা ২০ বছর ধরে যুদ্ধের কারণে বহু বেসামরিক লোকের প্রাণ গেছে দেশটিতে। তালেবান ক্ষমতায় বসলেও এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মেলেনি। ফলে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশটি।
তালেবান সরকার গঠন করার পর দেশটিও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর আগের কয়েকটি হামলার দায় স্বীকার করে আইএস-খোরাসান শাখা।
Leave a Reply