বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। তবে গত সপ্তাহে স্বর্ণের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছিলো। বাজারে তিন দফা কমানো হয় সোনার দাম। এর আগে কয়েক দফা বাড়ে সোনার দাম। এতে সব রেকর্ড ভেঙে দাম ছাড়িয়ে যায় ৮৪ হাজার টাকায়।
বিশ্ববাজারে গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮০১ দশমিক ৮২ ডলার। এর পর দাম কমে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম দাঁড়ায় এক হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলারে।
এদিকে গত সপ্তাহে কিছুটা বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৮৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্সের দাম ১৯ ডলার হয়। সপ্তাহের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়ে যায় দশমিক ৫৯ শতাংশ। বর্তমানে প্রতি আউন্স প্লাটিনামের দাম ৮৫৯ ডলার।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।