আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম রাউন্ড এবং সুপার ১২ পর্বের জন্য ২০জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে। মোট ১৬জন আম্পায়ার পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন যার মধ্যে আছেন টি-২০ বিশ্বকাপ ২০২১-এর ফাইনালের দায়িত্বে থাকা রিচার্ড কেটলবরো, নীতিন মেনন, কুমারা ধর্মসেনা ও মারেই ইরাসমাস।
গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আয়োজিত হওয়া টি-২০ বিশ্বকাপে যে ১৬জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এ বারেও সেই অভিজ্ঞ ১৬জনকেই বেছে নেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের জন্য। এমিরেটস আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের প্রধান রেফারি রঞ্জন মাদুগালেসহ মোট চার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম সংস্করণের জন্য ম্যাচ রেফারি হবেন। শ্রীলঙ্কার মাদুগালের সঙ্গে থাকছেন জিম্বাবোয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ইংল্যান্ডের ক্রিস্টোফার ব্রড ও অস্ট্রেলিয়ান ডেভিড বুন।
১৬ই অক্টোবর জিলং-এ যখন শ্রীলঙ্কা প্রথম রাউন্ডে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে তখন আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন ও রডনি টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাইক্রফট। পল রাইফেল টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন এবং ইরাসমাস হবেন চতুর্থ আম্পায়ার।
ইরাসমাস, টাকার এবং আলিম দার তাদের সপ্তম আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে উপস্থিত হবেন। ল্যাংটন রুসেরে এই বছরে তাঁর দ্বিতীয় বিশ্বকাপে আম্পায়ারিং করবেন, এর আগে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এ আম্পায়ার হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যখন সিডনিতে ২২শে অক্টোবর সুপার ১২ রাউন্ড শুরু করবে তখন টিভি আম্পায়ার হবেন রুসেরে।
ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে
আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারেই ইরাসমাস, মাইকেল গফ, নীতিন মেনন, পল রাইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, রডনি টাকার।
Leave a Reply