ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
গত তিন ম্যাচের মতো এ ম্যাচের ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন এনেছে টিম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। ফলে চার ম্যাচে চারটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটির দেখা পায় ক্রিকেট ভক্তরা। যদিও ওপেনিং সমস্যার সমাধান এখনও খুঁজে পায়নি টাইগাররা।
ওপেনিংয়ে নেমে দলে ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সৌম্য আউট হন মাত্র ৪ রানে। এদিকে লিটনের সঙ্গে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান শান্ত ফেরেন ১২ রানে। এরপর দল কিছুটা বিপাকে পড়লেও বেশ ভালোভাবে তা কাটিয়ে উঠতে পেরেছেন লিটন দাস, পেয়েছেন দুর্দান্ত এক ফিটটির দেখাও।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার ব্যাট করে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, হারিয়েছে ২ উইকেট।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।