1. admin@thedailypadma.com : admin :
কেমন হলো ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

কেমন হলো ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

আর মাত্র একদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসর উপলক্ষ্যে গেল সেপ্টেম্বর মাসেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। মূল পর্বে খেলা দলগুলোর ক্ষেত্রে নিয়ম ছিল, ১৫ অক্টোবর পর্যন্ত দলবদল করার সুযোগ থাকবে। সেই সুযোগ কাজে লাগিয়েই একদিন আগে গতকাল ১৪ অক্টোবর ১৫ সদস্যের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে সরিয়ে সৌম্য সরকার ও শরীফুল ইসলামকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতের জাসপ্রীত বুমরার জায়গায় মোহাম্মদ শামিকে দলে নিয়েছে বিসিসিআই। পাকিস্তান দলে লেগ স্পিনার উসমান কাদিরের জায়গায় বাঁহাতি ব্যাটসম্যান ফখর জামানকে যোগ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা দলে ডোয়াইন প্রিটোরিয়াসের বদলি হিসেবে মার্কো জেনসেন বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন।

আগামীকাল ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া বাছাইপর্বের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা। একনজরে ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডঃ

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাপজাকসে, দিলশান মাদুশঙ্কা ও প্রমোদ মাদুশান, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, দুষ্মন্থ চামিরা, লাহিরু কুমারা।

সংযুক্ত আরব আমিরাত: সি পি রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পন, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শরাফু ও আইয়ান আফজাল খান।

নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারমান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্ল্যাসেন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, স্টেফান মাইবুর্গ, তেয়া নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।

নামিবিয়া: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জে জে স্মিট, ডিভান লা কক, স্টিভেন বার্ড, নিকোল লোফটি–ইটন, ইয়ান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলমান, জেইন গ্রিন, বার্নার্ড শোলৎজ, তানগেনি লুঙ্গামেনি, মাইকেল ফন লিনগেন, বেন শিকোঙ্গো, কার্ল বিরকেনস্টক, লোহান লুভ্রেনস ও পিকি ইয়া ফ্রান্স।

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), রভমান পাওয়েল, ইয়ানিক কারিয়া, জনসন চার্লস, শেলডন কটরেল, শামারা ব্রুকস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, রেমন রেইফার ও ওডিন স্মিথ।

জিম্বাবুয়ে: ক্রেগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, লুক জংউয়ে, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

আয়ারল্যান্ড: অ্যান্ড্রু ব্যালবার্নি(অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহানি, ফিওনা হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার ও ক্রেগ ইয়াং।

স্কটল্যান্ড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, জশ ডেভি, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলাউড, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মাইকেল জোন্স।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারেন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

নিউজিল্যান্ড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনায়ক), নজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ, কায়েস আহমেদ, ফজলহক ফারুকি, উসমান গনি, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসুলি, মোহাম্মদ সেলিম, নাভিন–উল–হক, মুজিব উর রেহমান, ইব্রাহিম জাদরান ও হজরতউল্লাহ জাজাই।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক হু্ডা, দিনেশ কার্তিক, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং ও সূর্যকুমার যাদব।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, মোহাম্মদ নেওয়াজ, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রিয়াজ শামসি, মার্কো জেনসেন ও ট্রিস্টান স্টাবস।

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews