বাংলাদেশের চাওয়া সব প্রস্তাবে ব্রুনাইয়ের সুলতান অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ১৪তম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ দিনটি আমাদের জন্য খুব আনন্দের দিন। আজ ব্রুনাইয়ের সুলতান আমাদের দেশে অবস্থান করছেন। তাদের সঙ্গে আজ আমাদের অনেক প্রোগ্রাম ছিল। প্রোগ্রামগুলো খুবই সফল হয়েছে। ব্রুনাইয়ের সুলতানের এটিই প্রথম বাংলাদেশ সফর। ওনাদের সঙ্গে আমাদের চিন্তাধারা মোটামুটি একই।
তিনি বলেন, আমাদের আতিথেয়তায় সুলতান এতটাই আনন্দিত যে, আজ সন্ধ্যায় তার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশকে ভালো লাগায় তিনি আজ রাত এখানেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি আনন্দের বিষয় আছে, ব্রুনাইয়ের সুলতানের কাছে যতগুলো বিষয় চেয়েছিলাম তিনি সবগুলোর অনুমোদন দিয়েছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।