ঢাকা ও ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল করবে। বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। তারমধ্যে অন্যতম একটি হলো দ্বিপাক্ষিক বিমান চলাচল।
এছাড়া এলএনজি ও পেট্রলিয়াম পণ্য সরবরাহে সম্মতিও মিলেছে ব্রুনাইয়ের কাছ থেকে।
রোববার বিকেলে বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়ার আনুষ্ঠানিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ব্রুনাইয়ের সঙ্গে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।
মোমেন বলেন, সুখবর হচ্ছে আমরা যা যা চেয়েছি তাই পেয়েছি। আমরা আসিয়ানের সেক্টর ডায়ালগ পার্টনার হতে সমর্থন চেয়েছি। ব্রুনাই সুলতান বলেছেন, তিনি এ বিষয়ে আমাদের পক্ষ হয়ে কথা বলবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরও সুখবর হচ্ছে ব্রুনাইয়ের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর একটি হচ্ছে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল। আমাদের বিমান ব্রুনাই দারুসসালাম যাবে।
Leave a Reply