ব্রিসবেনে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। আফগানদের দেয়া ১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে সাকিবরা করেছে ৯৮ রান।
ব্যাট করতে নেমে নেমে শুরুতেই মহা বিপদে পড়ে বাংলাদেশ। ৫ম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারিয়ে বিপদ বাড়িয়েছেন সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুব। ২৬ রানে মাথায় হারায় চার উইকেট। ২৮ রানে ৫ম এবং ৪৬ রানের মাথায় হারায় ৬ষ্ঠ উইকেট।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজকে ও নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ । নাজমুল হোসেন শান্ত ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান। এরপর এক রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। আফিফ হোসেন ধ্রুব তো গোল্ডেন ডাক মেরেই বিদায় নিলেন। সপ্তম ওভারে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হন ইয়াসির আলী রাব্বিও।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।