ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন চশমা প্রতীক নিয়ে ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন আনারস প্রতীক নিয়ে ৫৪০ ভোট পেয়েছেন।
ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
সোমবার (১৭ অক্টোবর) দীর্ঘ দিন পর ফরিদপুরে জেলা পরিষদের নির্বাচনে জমজমাট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুর ইসলাম সিকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮ ভোট পেয়েছেন।
সারা দেশের ৬০টি জেলা পরিষদের মতো ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ইভিএমের মাধ্যমে জেলার নয়টি উপজেলা পরিষদে নয়টি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে ভোটার ছিল ১১৮৭ জন। এর মধ্যে ১১৭৩ জন ভোট দিয়েছেন।
বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর শাহাদাৎ হোসেনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে।
Leave a Reply